
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
হরিরামপুর উপজেলা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হন, পিয়াস চৌধুরী( বর্তমানে সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুকুমার দত্ত বিল্টু। আগামী ১৫ দিনের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। সম্মেলনে সভাপতিত্ব করেন, শ্রী দিলীপ কুমার রায়,সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি)। বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি। জনাব আব্দুর রব সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।