পটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর মহান সাধক,শাহসুফি হযরত ছমদ আলী শাহ(রহঃ)বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি খাঁন বাড়ী ইউনিট শাখার ব্যবস্তাপনায় মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

পটিয়া প্রতিনিধিঃ

উদ্ভোধকঃপ্রবাসী সমাজ সেবক,মোঃ রোকন আলী খাঁন
সভাপতিত্ব করেন,বড়লিয়া সৈয়্যদ মন্জিলের সাজ্জাশীন, পীরে ত্বরিকত,বিশিষ্ট আলেমদ্বীন, মোচ্ছারে কোরআন, হযরতুল আল্লামা সৈয়্যদ মাওলানা আছারুল হক আনোয়ারী হোসাইনী(মাঃজিঃআ) প্রধান মেহেমানে আলা,উপস্হিত আছেন, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন মোচ্ছারে কোরআন, হযরতুল আল্লামা শাখয় মাওলানা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী(মাঃজিঃআ)
বিশেষ বক্তাঃ বড়লিয়া রহমানিয়া দরবার শরীফ ও জামে মসজিদের খতিব, শাহজাদা সৈয়্যদ হাফেজ মাওলানা শাহ সুলতান ফয়সাল(মাঃজিঃআ) বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের শাহজাদা,সৈয়্যদ মাওলানা আশরাফ রেজা সাইফ(,মাঃজিঃআ) বড়লিয়া রহমানিয়া দরবার শরীফের শাহজাদা,হাফেজ মাওলানা শায়ের সৈয়্যদ সিফাত রেজা কাদেরী(মাঃজিঃআ) বড়লিয়া খাঁন বাড়ীর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সেকান্দর আল কাদেরী(মাঃজিঃআ)
মাহফিল পরিচালনায়ঃ মাহফিল পরিচালনা কমিটি আহবায়ক অধম মোঃ আজম খাঁন। সার্বিক পরিচালনায়ঃ মাহফিল পরিচালনা কমিটির সদস্য সচিব,মোঃ সালাউদ্দীন খাঁন(রাজিব)

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত