মগবানে  সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধিঃ

রাঙ্গামাটি সদর উপজেলার  জীবতলী ইউনিয়নে অবস্থিত   ১০ আর ই ব্যাটালিয়ন এর উদ্যোগে   মগবান ইউনিয়নের গরগর্য্যাছড়ি পাড়ায় স্থানীয় পাহাড়ী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ  করা হয়েছে।
সোমবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অসহায় দুঃস্থদের মাঝে বড়দের পোশাক  ১৩০ টি ও  শিশুদের পোশাক  ১২০ টি পোষাক (শীতবস্ত্র) বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত অধিনায়কের দিক নির্দেশনা মোতাবেক শীত বস্ত্র বিতরণ করেন মেজর আব্দুল্লাহ-আল- রাজন ও ক্যাপ্টেন  মো. এনামুল হক সাকিব ।
এসময় শিশু,বয়ঃ বৃদ্ধ নারী পুরুষ শীতবস্ত্র গ্রহণ করেন।মেজর আব্দুল্লাহ আল রাজন  জানান,সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল এবং থাকবে।

ছবি ও ক্যাপশন- জীবতলী সেনাবাহিনী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেজর আব্দুল্লা -আল-রাজন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত