প্রকৃত শীতার্থদের কম্বল পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত রাঙ্গুনিয়ার ইউএনও

নিজস্ব প্রতিবেদক

 

শ্রীকান্ত চৌধুরীত

প্রকৃত দুস্থ শীতার্থদের হাতে কম্বল পৌঁছে দেয়ার উদ্যোগ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএনও মো. মাসুদুর রহমান প্রতি রাতে কম্বল নিয়ে বের হচ্ছেন। শুধু প্রত্যন্ত গ্রামে নয় রাস্তার ছিন্নমূল মানুষ দেখলে গাড়ি থামিয়ে হাতে তুলে দেন একটি কম্বল।শুধু রাতের বেলায় নয় দিনের বেলায়ও গাড়ীতে রাখেন কম্বল। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগে সাড়া পড়েছে এলাকায়।জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “ সরকারের ত্রাণ তহবিলের কম্বল শুধু এখানে নয় সারাদেশে দেয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে দেয়া কম্বলগুলো আমি শুধুমাত্র পৌঁছে দিচ্ছি। প্রত্যেক ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুরো উপজেলায় ৫ হাজার কম্বল আগেই পৌঁছে দেয়া হয়েছে। কম্বলগুলো প্রকৃত শীতার্থরা যাতে পায় সেজন্য জনপ্রতিনিধিদের সচেতন করতে এই উদ্যোগ নিয়েছি। প্রতি রাতে বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্থদের মাঝে কম্বলগুলো বিতরণ হয়েছে কিনা দেখার পাশাপাপাশি যারা প্রকৃত শীতার্থ স্বচক্ষে দেখে কম্বল দেয়া হচ্ছে। সরকারের সহায়তা প্রকৃত গরীব অসহায়দের হাতে তুলে দিতে পারলে মনে প্রশান্তি পায়।”বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে গাড়িতে করে কম্বল নিয়ে বের হন ইউএনও মো. মাসুদুর রহমান। পৌরসভার বিচ্ছিন্ন একটি পাহাড়ী জনপদ জঙ্গল ঘাটচেক করইল্যাা টিলা গ্রাম। পারুয়া সড়ক হয়ে ভাঙ্গাচোরা রাস্তা পার হয়ে খালের উপর দুটি বাঁশের সাঁকো পাড়ি দিয়ে ঢুকতে হয় গ্রামে। পিছিয়ে পড়া এই জনপদে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন দেখা যায়না বলে জানান এলাকাবাসীরা। প্রকৃত শীতার্থ অসহায় দুস্থদের হাতে কম্বল পৌঁছে দেয়ার উদ্যোগ হিসেবে রাতে ১০০ কম্বল নিয়ে ইউএনও ছুটে যান ঐ এলাকায়। তাঁকে কাছে পেয়ে গ্রামের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটে উঠে। ”জঙ্গল ঘাটচেক গ্রামের আবদুল খালেক (৬০) রাতে কম্বল পেয়ে বলেন, “এখানে সরকারের কোনো লোক রাতে তো দূরে থাক, দিনেও কোনোদিন আসেননি। স্যার এসে আমাদের কম্বল দিয়ে যাচ্ছেন। সত্যি তিনি একজন মহৎ মানুষ।রাত ১০ টার দিকে মরিয়ম নগর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় ৪০ টি ঘরে গিয়ে কম্বল তুলে দেন। রাতের বেলা কম্বল পেয়ে পারুলী দাশ (৬৫) চমকে গিয়ে বলেন, “ জীবনে কোনোদিন কম্বল পাইনি। একটি কম্বল আমার জন্য শীতের সম্বল হলো। রাতে ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছেন ১২ জানুয়ারি। রাতে কম্বল দেয়া হয় পৌরসভার জঙ্গল ঘাটচেক করইল্যা টিলা গ্রাম। মরিয়ম নগর ইউনিয়নের জেলে পাড়া কোদালা ইউনিয়নের চা বাগান এলাকা, উপজেলার ইছাখালী, গুচ্ছগ্রাম, জাকিরাবাদ, জেলে পাড়া, মরিয়ম নগর, ইছাখালী মাদ্রাসা এতিমখানা ও পূর্ব সৈয়দবাড়ি পাগলা মামা মাজার বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত