নিজস্ব প্রতিনিধিঃ
আজ সন্ধ্যা ৬টায় রাউজান পাহাড়তলী এলাকায় বেপোয়ারা গাড়ী চলাচল করায় ট্রাক ও সিএনজি মুখামুখি সংর্ষঘে এক ব্যাক্তি নিহত হয়। নিহত ব্যাক্তি নোয়াপাড়ার সেঞ্চুরী টেইলার্স এর স্বত্বাধিকারী বাবু বিশ্বজিৎ। কাপ্তাই রাস্তা মাথা থেকে রাউজান রাঙ্গুনিয়া লেচুবাগান পর্ষন্ত কম পক্ষে লাইন্সেসবিহীন চালক ও অন টেস্ট লেখা সিএনজি বেশি চলাচল করে, কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ সমিতিতে ৭০০টাকার টোকেন নিয়ে রাস্তয় বীরদর্পে সিএনজি গাড়ী চলাচল করতে দেখা যায়। এজন্যেই কোন আইন কানুনের তোয়াক্কা করে না সিএনজি চালকরা। কাপ্তাই সড়কে দূর্ঘটনার বন্ধ করতে হলে কাপ্তাই রাস্তার মাথার টোকেন বানিজ্য বন্ধ ও ট্রাফিক পুলিশ প্রশাসনে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের সচেতন মহলের দাবী।