উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বেলায়েত হোসেন বেলাল

নিজস্ব প্রতিবেদক

জয়নাল আবেদীন লক্ষ্মীপুর ।।
জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে সর্বত্র। দৌড় ঝাপ শুরু হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার মাঠে ময়দানে। ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে আগাম ঘোষনা। এমন আশ্বাস ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। কেউ আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আগাম দোয়া চেয়ে স্ট্যাটাসও দিচ্ছেন।
যেহেতু এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে, সেজন্যে নিজের পক্ষে মনোনয়ন আদায় করতে অনেকেই চেষ্টা করছেন দলের কাছাকাছি থাকতে। সর্বশেষ ২০১৪ সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন নিতে হয়েছিল প্রার্থীদের।
চেয়ারম্যান পদে এবার মাঠে নেমেছেন, লক্ষ্মীপুর জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান। তিনি বিভিন্নভাবে নির্বাচনের প্রচার প্রচারনার বার্তা দিচ্ছেন। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় একাধিক প্রতিষ্ঠানের কমিটিতে থেকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছেন তিনি।
আসছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের ভালবাসা নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করতে চান তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত