ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামটি রিজিয়ন এর অধীন পরিচালিত কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন এর উদ্যোগে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
রবিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, দুস্থ মেধাবী ১৬ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি এই সহায়তা তুলে দেন ।
বিতরণ অনুষ্ঠানে তিনি ভবিষ্যতের মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি ও ক্যাপশন- কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি, অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন।