
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিটিং শেষে বাসায় ফেরার সময় প্রকাশ্যে ছু রি কা ঘাতে চম্মা চাকমা(২৬)নামের এক এনজিও কর্মকর্তা খু ন হয়েছে।
রোববার(৫ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নে অবস্থিত ধামাইরহাট পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রর এইচ এ প্লাজার নিচে এ ঘ ট না ঘ টে। নি হ ত চম্পা চাকমা(২৬) রাঙ্গামাটি সদর বন্ধুক ভাঙ্গা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। সে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র লালানগর শাখা অফিসে গত দুই বছর ধরে সহকারী ব্রাঞ্চ মেনেজার (লোন) হিসেবে কর্মরত রয়েছে। চম্পা চাকমাকে ছু রি কা ঘা ত অবস্থায় ঘটনাস্থল থেকে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ড.ইয়াছিন আরাফাত তাকে মৃ ত ঘোষণা করেন। তিনি জানাই ছু রি কা ঘা তের কারণে খাদ্যনালী দিয়ে অতিরিক্ত র ক্ত ক্ষ র ণের ফলে তার মৃত্যু হয়েছে।
চম্পা চাকমার সহকর্মী সপ্তদী চাকমা বলেন, রাত ৮টার দিকে অফিস থেকে বাসায় ফেরার সময় অফিসের নিচে ঋণ গৃহীতার সাথে ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছু রি বের করে আ ঘা ত করে পালিয়ে যায়। ব্রাঞ্চ মেনেজার মিন্টু চাকমা বলেন, অফিসের মিটিং শেষে চম্পা চাকমাসহ তার সহকর্মীরা বাসায় যাচ্ছিল এসময় ঋণ গৃহিতা ঠিকঠাক মতো ঋণ পরিশোধ না করায় তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছু রি কা ঘাত করে পালিয়ে যায়। ঘাতক তার মা আর বোনের নামে দুটি ঋণ নিয়ে সে ঠিকঠাক মতো ঋণ পরিশোধ করছে না।
ওই ঘাতকের নাম মো.এনামুল হক(৩০), সে উপজেলার উত্তরপারুয়া পশ্চিমপাড়া এলাকা মো. নুরুজ্জামানের ছেলে।
ঘটনাস্থল থেকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, এনামুল হক তার বোনের নামে এক লাখ টাকা লোন নিয়েছেন এ এনজিও থেকে। লোন পরিশোধকে কেন্দ্র করে এনাম এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। লা শ ময়নাতদন্তের জন্য ম র্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।