চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেন কাপ্তাই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উপস্থিতিতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বর্তমান কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কাপ্তাই উপজেলা সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউপি আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অমল কান্তি দে বাংলাদেশ কৃষকলীগ কাপ্তাই উপজেলা নব নির্বাচিত সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ প্রমুখ। দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এর পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্ব স্ব বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।