
মোঃ আজম খাঁন চট্টগ্রামঃ
চট্টগ্রাম চান্দগাঁও ৪নং ওয়ার্ডের স্হায়ী অধিবাসী জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান অসংখ্যক মানবাধিকার সংগঠনের নেতা মোঃ করিম উল্লাহ চৌধুরী তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ত্যাগীয় মানবসমাজে একজন সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতির কল্যানের অবদান রেখেছেন। তার অবদানের স্বীকৃতি অনায়াসেই এলাকার জনগন একবাক্যে অবদান স্বীকার করেছেন। সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সফল সাবেক শফিকুল ইসলাম শফি মেম্বার সুযোগ্য কৃতি সন্তান মোঃ করিম উল্লাহ চৌধুরী তার এক উজ্জ্বল উদাহরণ আজ আমরা সরজমিনে গিয়ে পেয়েছি।
তিনি একজন সৎ, সাধারণ গর্বিত পিতার সন্তান পিতার প্রদর্শিত আদর্শ ও শিক্ষা-দীক্ষায় দীক্ষিত এবং অনুপ্রাণিত।নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতাকে অবজ্ঞা করে জনসেবার মহৎ এক ব্রত এবং লক্ষ্য নিয়ে, সমাজ ও এলাকার কল্যাণার্থে নিজেকে উৎসর্গও করেছেন তিনি।
ভদ্র, শিক্ষিত, জনপ্রিয় এই মানুষটির আচার-আচরণ, কথাবার্তায় এলাকার জনগন তথা ৪ নং ওয়ার্ডের মানুষের দৃষ্টি ও হৃদয়কে জয় করেছেন ।তাই বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন মানবসেবায় অবদান রাখায় মোঃ করিম উল্লাহ চৌধুরী কে সম্মাননা প্রদান করেছেন।
(১) শান্তিতে নোবেল বিজয়ী মাদার তেরেসা স্মৃতি পদক,২০১৯ সম্মাননা পেলেন।
(২) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডষ্টর মুঃ শহীদুল্লা স্মৃতি পদক-২০২০ সম্মাননা।
(৩) আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্মাননা -২০২১
(৪) জাতীয় কাগজ মাসিক ধান সিঁড়িঁ,র ১১তম বর্ষপুতি ভারতের সাবেক প্রধানমন্রী শ্রীমতি ইন্দিরা গান্ধি ১০৫ তম জম্ম বার্ষিকী উদষাপন, ২০২২ সম্মাননা।
(৫) মহাকবি আল্লামা শেখ সাদী(রহঃ) সম্মাননা ২০২১ সম্মাননা পেলেন আমাদের তিনি জানান।