বন বিভাগের অভিযানে  রাইখালীর ডংনালা হতে    বিপুল পরিমান  গোলকাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত ( রাঙামাটি)  প্রতিনিধিঃ

রাঙ্গামাটির  কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে পাচারকালে  প্রায় ৩ লক্ষাধিক টাকার বিপুল পরিমান বিবিধ গোলকাঠ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ১২টায় বন বিভাগের কাপ্তাই উপজেলার  রাইখালী রেঞ্জের একটি  টহলদল অভিযান চালিয়ে ডংনালার কোদালা নামক স্থানে  রাস্তার পাশ হতে গামার, জামসহ প্রায় ২শত ঘনফুট বিবিধ কাঠ উদ্ধার করে।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জানান, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম এর দিকনির্দেশনায় কাঠগুলো উদ্ধার করা হয় । যার বাজারমূল্য প্রায় ৩লাখ টাকা।

এ ব্যাপারে পৃথক বন মামলা করা হয়েছে বলে বন কর্মকর্তা জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত