বিশিষ্ট সাংবাদিক আজম খাঁনের হাতে কবি ও সাহিত্যিক করুণা আচার্যের লিখিত কাব্যগ্রন্ত মায়ের স্মৃতি বইটি অর্পন

নিজস্ব প্রতিবেদক

আবুল কাশেম চট্রগ্রাম প্রতিনিধিঃ

ড,অনুপম সেন প্রিমিয়ার ইউনিভাসিটি উপাচার্য পদে পুবারায় নিয়োগ প্রাপ্ত হলেন, কলম একাডেমি লন্ডনের কবি ও সাহিত্যিকেরা অভিনন্দন,ফুলেল শুভেচ্ছা। ড,অনুপম সেন এর কার্যলয় থেকে বাহির হয়ে কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার সভাপতি কবি করুণা আচার্য এর মায়ের স্মৃতি কাব্যগ্রন্ত বইটি উপহার রুপ অর্পন করেন, বিশিষ্ট লেখক ও গবেষক কবি কামরুল ইসলাম,কবি আলমগীর হোসাইন,কবি ইউসুফ মুহম্মদ।
এ ভালোবাসার বন্ধনে
সতত আমাকে ধন্য করেন,কৃতজ্ঞতা,শ্রদ্ধা সব সময়।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত