২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আব্দুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান। জনাব শাহরিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার। তাপসী রাবেয়া সহকারী কমিশনার (ভূমি)। হরিরামপুর থানা অফিসার্স ইনচার্জ সুমন কুমার আদিত্য। উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আজিম খান। মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু। হরিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আব্দুল হক। সাধারণ সম্পাদক মানিকুর রহমান মানিক যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া সদস্য মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত