বাঙ্গালহালিয়ায় মিশ্র ফল বাগান স্থাপণে ঘেরাবেড়া দেওয়ার জন্য অর্থ সহায়তা করণ অনুষ্ঠান ২০১৮ ইং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

কাইয়ুম হোসেন (মিরাজ) রাজস্থলী প্রতিনিধি-

রাইখালি কৃষি গবেষণা কর্তৃক পল্লী উন্নয়ন পার্বত্য চট্রগ্রাম ২য় পর্যায়ে মিশ্র ফল বাগান প্রকল্প ঘেরাবেড়া দেওয়ার জন্য কৃষক কৃষাণীদের অর্থ সহায়তা প্রদান করা হয়।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২০(বিশ) জন কৃষক কৃষাণীদের চলতি মৌসুমে ৩৭৬ টি মিশ্র ফল গাছা বিতরণ করা হয়, তারমধ্য মালটা চারা-২১০ টি, আম-২৪ টি, বারি আম-৪ =২০ টি, পেয়ারা-৩ = ২৪ টি, লটকন- ৮ টি,
লেবু- ১০০ টি,
সর্বমোট জনপ্রতি ৩৭৬ টি মিশ্রফল চারা বিতরণ করা হয়।
সাথে জৈব ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।

০৬/০৮/১৮ইং বিকাল ৫। ঘটিকায় শফিপুর উদয়ন তরুন সংঘ ও রাজস্থলী উপজেলা ই-কৃষি তথ্যসেবা কেন্দ্রের অফিস কক্ষে অত্র ইউনিয়নের ২০(বিশ)জন কৃষক কৃষাণী ও স্থানীয়দের উপস্থিতিতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং ঘেরাবেড়া প্রদানের জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন,
সেসময় উপস্থিত ছিলেন,পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলতাফ হোসেন, উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন, রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রদাসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবু কাজল নাথ, শফিপুর উদয়ন তরুন সংঘ ও রাজস্থলী উপজেলা ই-কৃষি তথ্যসেবা কেন্দ্রের সাধারন সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ গফফার হোসেন সহ প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত