
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম ২ নং ও ৩ নং ওয়ার্ডের এলাকার ভাঙ্গামূড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় টিন ও বাঁশ দ্বারা নির্মিত ২ টি পরিবারের ৩ টি বসতবাড়ী সম্পূর্ণ রুপে পুড়ে যায়।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাচিং মারমা।
তিনি আরোও জানান, পাশাপাশি ২ নং ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দা গুণমোহন তনচংগ্যা ও সুজন তনচংগ্যার বসবাস করতো। গুণমোহন তনচংগ্যার পরিবারের সদস্যরা বুদ্ধ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে পুজা দিয়ে ঘরের বাহিরে চলে যাই। যাবার সময় ভূলে আর কেউ মোমবাতি নিভিয়ে যান নাই। যার ফলে ঐ মোমবাতি হতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাশাপাশি ২ পরিবারের ৩ টি বসতবাড়ি সম্পূর্ণ নিভে যায়।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, এলাকাটি এতই দুর্গম, নৌ পথ ছাড়া যাতায়াত করা সম্ভব না। ফলে অগ্নিকান্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষে সেইখানে গিয়ে আগুন নেভানো সম্ভব না।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ হতে ক্ষতিগ্রস্থদের সহায়তা করবেন বলে ইউপি চেয়ারম্যান জানান।