মাহা সাংগ্রাইং পোয়ে: উপলক্ষে কাপ্তাই শিলছড়ি মারমা পাড়ায়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

মারমা সম্প্রদায়ের  মাহা সাংগ্রাইং পোয়ে: উপলক্ষে রাঙামাটির কাপ্তাই শিলছড়ি মারমা পাড়ার এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল), সন্ধ্যায় মহাজন পাড়া বিহার প্রাঙ্গনে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য  উমেচিং মারমা।

শিলছড়ি মারমা পাড়ার কার্বারী পাইমং মারমার সভাপতিত্বে উলাচিং মারমার সঞ্চালনায়  এসময় বিশেষ অতিথির বক্তব্য  রাখেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের  মহিলা সদস্য আনুমা মারমা ও  কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

স্বাগত বক্তব্য রাখেন এলাকার যুব সমাজের সাধারণ সম্পাদক  উচাইমং মারমা ও এলাকার বাসিন্দা  তপন মারমা।

পরে স্থানীয় মারমা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত