ইমাম হোসেন জীবন বিশেষ প্রতিনিধি।
সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে নগরীর আকবরশাহ থানাধীন এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ আটক ০৩ জন। গত বৃহষ্পবার (১২এপ্রিল) সিডিএ রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ মানিক, আব্দুল আজিজ প্রঃ জুয়েল এবং মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত গাজা কুমিল্লা থেকে কম মূল্যে সংগ্রহ করে পরিবহন যোগে চট্টগ্রাম এনে পরস্পর যোগসাজশে নগরীর বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করে।