
শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার ভ্রাম্যমান আদালত !সোমবার (২১ জানুয়ারী )বিকেলবেলায় উপজেলার চন্দ্রঘোনা—কদমতলী ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয় ! অভিযানে বালু উত্তোলনের খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দেয়া হয় এবং৩০( ত্রিশ )হাজার টাকা জরিমানা আদায় করা হয় !আদালতের নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম জনাব মোঃ মাসুদুর রহমান !সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পুর্বিতা চাকমা এবং রাঙ্গুনিয়া থানা পুলিশ !ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ,দীর্ঘদিন ধরে কর্নফুলী নদীর কদমতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন এলাকার জনৈক মোঃ আয়ুব !কিছুদিন আগে অভিযান চলাকালে বালুতোলার খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দিয়েছিলেন ভ্রাম্যমান আদালত !কিন্তু আবারো অবৈধভাবে বালু উত্তোলন করায় ,খবর পেয়ে সেখানে ছুটে যান আদালত !বালু উত্তোলনের সকল খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দেয়া হয় এবং বালি ব্যাবস্থাপনা ও মাটি আইনে অভিযুক্ত ব্যাক্তির থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় !অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ,রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম জনাব মাসুদুর রহমান !