কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল  পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত : অংশ নিবে ১১৮৪ জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে চলতি  বছরের ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১ হাজার ১ শত ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিবে বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

তিনি জানান,  এই বছর ৩ টি কেন্দ্রে ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৫৪  জন এসএসসি পরীক্ষার্থী   এবং ১ টি কেন্দ্রে ২ টি মাদ্রাসার ১শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিবেন।

তৎমধ্যে  নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৫২ জন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৩ শত ৩৭  জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে  ৪ শত ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী এবং আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১শত ৩০  জন দাখিল পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ।

এদিকে  সোমবার (১৭ এপ্রিল)  সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে  আসন্ন  এসএসসি ও দাখিল  পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সঞ্চালনায় এসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  নূরে আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, হল সুপার ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।
এসময় পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত