সীতাকুন্ডের মাদামবিবির হাট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ লক্ষ টাকার সেগুন কাঠ ও কাভার্ডভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক

কবির শাহ্ দুলাল

সীতাকুন্ডের মাদামবিবির হাট বাজারে মহাসড়কে একটি কাভার্ডভ্যান ধৃত করলে ড্রাইভার হেলপার পালিয়ে যায়। ফৌজদার হাট বিট-কাম চেক স্টেশন, কুমিরা রেন্জ,চট্টগ্রাম উত্তর বনবিভাগ।এর স্টেশন কর্মকর্তা মো,আরিফুল ইসলামের সাহসীকতা ও দৃঢতায় সেগুন কাঠ ও কাভার্ডভ্যানটি যাহার নং ঢাকা মেট্রো ন ১১-০১৩২ আটক করা হয়েছে। এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০১/২০১৯ ইং আনুমানিক রাত ৩ টায় সংগীয় ফোর্সসহ আমরা কাভার্ডভ্যানটিকে ধৃত করলে গাড়িটি রেখে পালিয়ে যায়।গাড়িটার ভিতরে অবৈধভাবে আনা কাঠ প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমান। অবৈধ কাঠ বহন অপরাধে বিভাগীয় বন আইনে মামলা করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত