বিশেষ প্রতিনিধিঃ
সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছে। গত কাল বৃহস্পতিবার ২৭ এপ্রিল দুপুর ২ টা চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে। চট্টগ্রাম সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুল মিয়া, নজরুল ইসলাম আকবর , চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও মাইটভাঙ্গা ইউপি চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন লিটন, উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রানা, হুমায়ুন কবির, শাহাদাত চৌধুরী, কামরুল হাসান, সাহাবউদ্দিন সেলিম, সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, আলমগীর হোসেন সহ সন্দ্বীপ আওয়ামী পরিবারের তৃণমূলের নেতাকর্মীরা।