প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০১৯, ৩:৩০ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায় শারদাঞ্জলী ফোরামের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ব্লাড গ্রুপ নির্নয়

শ্রীকান্ত চৌধুরী
মানবতার আর এক নাম শারদাঞ্জলী ফোরাম। এই স্লোগানকে বুকে ধারন করে মানবতার সংগঠন শারদাঞ্জলী ফোরামের রাঙ্গুনিয়ার উপজেলা সংসদের সকল সারথীরা বিভিন্ন মানবতার কাজে অংশগ্রহন করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন !তারই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারী সোমবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে জয়গুরু ধাম আশ্রম প্রাঙ্গনে ,শ্রী মৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজজির ২৬ তম তিরোভাব দিবস উপলক্ষ্যে বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্টিত হয় !! গীতা যজ্ঞ অনুষ্টানে শারদাঞ্জলী ফোরাম পদুয়া ইউনিয়নের উদ্যেগে ,চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ সহযোগীতায় ,রাঙ্গুনিয়া উপজেলা শারদাঞ্জলী ফোরাম সংসদের সার্বিক তত্বাবধানে গীতাযজ্ঞে আসা প্রায় ৫০০ শত নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্নয় করা হয় !!চিকিৎসা সেবা এবং ব্লাড গ্রুপ নির্নয় কার্যক্রম শুভ উদ্ভোধন করেন শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্টাতা সভাপতি ,বিশিষ্ট সংগঠক ,মাষ্টার শ্রী অজিত কুমার শীল মহোদয় ,উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির অন্যতম সংগঠক এবং উদ্ধর্তন কর্মকর্তা বাবু কালীপদ ঘোষ মহোদয় ,রাঙ্গুনিয়া শারদাঞ্জলী ফোরামের সভাপতি বাবলু শীল সাধারন সম্পাদক অভি দাস সহ রাঙ্গুনিয়া উপজেলা সংসদ এবং পদুয়া ইউনিয়ন সংসদের সকল কর্মকর্তা বৃন্দ এবং জয়গুরু ধাম আশ্রম পরিচালনা পরিষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন !!আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ,বিশ্ব পরিব্রাজক ,পরম পূজনীয় শ্রী মৎ স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ শারদাঞ্জলী ফোরামের এমন মানবতার কাজ দেখে মঙ্গল আশির্বানী প্রদান করেন । জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলে এই রকম মানবতার কাজের জন্য শারদাঞ্জলী ফোরাম এবং সকলের ভূয়সী প্রশংসা করেন !
আবারো সবাই মিলে আওয়াজ তুলি
মানবতার আর এক নাম
শারদাঞ্জলী ফোরাম
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.