
মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
গত ৮ই মে রাতের প্রায় ৯ ঘটিকার সময় নানিয়ারচর থানাধীন ৩ নং বুড়ি ঘাট ইউনিয়নে নূর হোসেনের চায়ের দোকানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও মোঃ কায়ুম(৩০), ফারুক হাওলাদার (৪৫) সহ অনেকে মিলে চা খাওয়ার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদারসহ সঙ্গীয় ব্যক্তিদের উপর অতর্কিতে হামলা চালায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে গুরুতর আহত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার শিকার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার নিজে বাদী হয়ে গত ১১/০৫/ ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন যার মামলা নং:-৩/৯।
এজাহারে উল্লেখিত আসামীরা হলেন, মোঃ শাহিন আলম(৩৫), মোঃ নুরজামান(২৮),মোঃ রুবেল মৃধা(২৫),মোঃ মুহিদুল (৩০), মোঃ শহিবুল(৩২), মোঃ হাফিজুল (২৮), আবু জাফর খাঁ(৫০)ও( ১০-১২)জন অজ্ঞাতনামা আসামি।
এ বিষয়ে নানিয়ারচর থানার ও, সি বলেন, উক্ত মামলাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।