মহেশপুরে পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়  প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষরে  টাকা উক্তলোন ও আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মহেশপুর প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এর বিরুদ্ধে ম্যানেজিং কমিটি সভাপতির স্বাক্ষর জাল করে বিলসীট ও চেকের টাকা উক্তোলন সহ আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে ২৩ ডিসেম্বর মহেশপুর মাধমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা সহ ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনুলিপি প্রেনর করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান গত ৩ মাস যাবত ম্যানেজিং কমিটির সভাপতি  নাসির উদ্দিনকে তোয়াক্কা না করে তাহাকে বাদ রেখে নিজের ইচ্ছামত বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রধান শিক্ষক আমিনুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিনের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত করেছে। যাহা ম্যানেজিং কমিটির সভাপতি কিছুই জানে না। ম্যানেজিং কমিটির সভাপতি আরো জানান এসব দুর্নীতি ও অনিয়মে বিষয়ে প্রধান শিক্ষক আমিনুর রহমানের সাথে কথা বললে তিনি ব্যাপক খারাপ আচারন করে। এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন খালিশপুর রুপালী ব্যাংকেও একটি অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে প্রধান শিক্ষক আমিনুর এর সাথে কথা বললে তিনি জানান আমি কোন জাল স্বাক্ষরে টাকা উক্তোলন করিনি,  সভাপতির স্বাক্ষরিত চেকে বিলসীটের টাকা উক্তোলন করেছি যার প্রমান রয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত