
রতন বড়ুয়া, চট্টগ্রাম :
রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে আবুরখীল খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদকে ২-১ গোলে হারিয়ে আবুরখীল দঃ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি বিজয় লাভ করেন।
৬০ মিনিটের খেলায় সারা মাঠ কাঁপিয়ে পল্লী মঙ্গল সমিতির খেলোয়াড়রা সুন্দর খেলা উপহার দেয়।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হলে প্রথম দিকে পল্লী মঙ্গল সমিতির খেলোয়াড় নিজেদের কর্তৃত্ব ঠিকিয়ে রাখতে একটু বেগ পেলেও ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করে নিজের আয়ত্বে মাঠ গুছিয়ে নেয়। পরপর দুই গোল করে খেলায় বিজয়ের পতাকা নিশ্চিত করেন। প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের পক্ষে একমাত্র গোল করেন সহ অধিনায়ক শিপলু বড়ুয়া। খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সঞ্জয় বড়ুয়া।
দিনের অপর খেলায় যুব গোষ্ঠী ও তথাগত সংসদ ২-১ গোলে বড়িয়াখালী তরুন সংঘ কে পরাজিত করে। এতেযুব গোষ্ঠী ও তথাগত সংসদ এর অনিক বড়ুয়া সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।