মদ্যপায়ী দিদারুলকে ১০ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্যা, চন্দ্রঘোনা, রাজস্থলী, কাপ্তাই

কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের লগ গেইট মদ্যপান করে মাতলামি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে সোমবার রাত ৯.৩০ মিনিটে মো দিদারুল ইসলাম (৪৪),পিতা- মো নুরুল আলম,পেশা- সি এন জি চালক,সাং-মরিয়ম নগর, রাংগুনিয়া কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ) ধারায় ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাপ্তাই ফাঁড়ি এবং কাপ্তাই থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। আটক সিএনজি চালক ভ্রাম্যমান আদালতকে স্বীকার করেন সে গত দেড় বছর যাবত মদ্যপান করে আসছিল। অভিযুক্তকে আগামীকাল রাংগামাটি কোর্টে প্রেরন করা হবে।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত