রাঙ্গুনিয়া লালানগর রেমিটেন্স যোদ্ধা প্রবাসী র বাগান পুড়িয়ে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিনিধি ( ক্রাইম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইসলামীয়া পাড়া র প্রবাসী নজরুল ইসলামের মাষ্টার পাহাড় এলাকার     প্রায় ১.৭৭ একর খতিয়ানভুক্ত নিজস্ব জায়গায সামাজিক বনায়নের বিভিন্ন ফলজ ও বনজ বাগান করে প্রবাসে চলে যায়, লালানগর এলাকার স্থানীয়  সন্ত্রাসীরা প্রবাসী র পরিবারকে ক্ষতি করার হুমকি দিয়ে আসতো প্রায় সময়। গত ২০ মে দুপুরবেলায় সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দেন ফলজ ও বনজ বাগান ভুক্তভোগী প্রবাসী পরিবার আমাদের প্রতিনিধি কে জানান।
প্রায় ৫ লাখ টাকার গাছের বাগান আগুনে  পুড়ে ছাই করে দেন সন্ত্রাসী রা এই সময় প্রবাসী নজরুল ইসলামের বৃদ্ধা মা, বোন, স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আহত করে বলে মামলা র বাদী অভিযোগে। এলাকাবাসী র ভাষ্যঅনুযায়ে গত মঙ্গলবার দুপুরের  সন্ত্রাসীরা প্রবাসী নজরুল ইসলামের সম্পূর্ণ বাগান পুড়িয়ে দিয়েছে । এই ব্যাপারে প্রবাসী নজরুল ইসলামের বৃদ্ধা মা রোকেয়া বেগম সন্ত্রাসীদের বিরোদ্ধে মামলা করেন, মামলা র নং সি. আর মামলা নং- ১৯৪/২৩ ইং (রাঙ্গুনিয়া) জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত নং-২, বাগান পুড়া মামলায় মোঃ ইরফান (২৭) পিতা-আবদুল হাকিম ( ২)আবদুল হাকিম (৫০) পিতা- লাল মিক্রা সর্ব সাং- লালানগর, মোল্লাপাড়া পাড়া, ইউ চেয়ারম্যানের বাড়ী, ডাকঘর- আলমশাহ পাড়া-৪৩৬০ থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, অভিযোগে উল্লেখ্য করা হয়।  আসামীগণ বাদী রোকেয়া বেগমের বাগানে অবৈধভাবে প্রবেশ করিয়া বাগান হইতে কাঁটা তার ও টিনসহ অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার মালামাল চুরি করিয়া আসামীরা জোর পূর্বক অবৈধভাবে নিয়া যায় । বাদী খবর পাইয়া ঘটনাস্থলে আসিলে ১ নং হইতে ২নং আসামীগন বাদীনিকে ঘটনাস্থল থেকে চলিয়া যাইতে বলে নতুবা বাদীনিকে হত্যা করার হুমকি প্রদান করে এবং বাদীনিকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং মামলার সাক্ষীগণ গরু চড়ানোর এক পর্যায়ে বাদীনিকে মাটিতে পরে থাকা অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। আসামীগণের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় বাদীনির স্বামী জীবদ্দশায় আসামীগণের বিরুদ্ধে একটি মামলা করেন সিনিয়র সহকারী জজ আদালত, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম মামলা নং-১৫৩/২০২২ইং। সেই মামলার রেস ধরে আসামীগণ বাদীনি ও বাদীনির একমাত্র প্রবাসী ছেলেকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও পারিবারিকভাবে হয়রানির চেষ্টা করে এবং বাদীনি ও বাদীনির ছেলের কাছ থেকে বেশ কয়েকবার চাঁদা দাবী করেছিল বলে অভিযোগকারী মামলায় এবং আমাদের প্রতিনিধি জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত