রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে চন্দ্রঘোনা পাঠানপাড়া এলাকাবাসী। গত শুক্রবার জুমার নামাজের পর পাঠানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা গ্রহণ করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ নাসির অর্থ ও দপ্তর সম্পাদুক জগলুল হুদা, নির্বাহী সদস্য নুরুল আবছার চৌধুরী ও মোহাম্মদ আলী এসময় এলাকার জনসাধারণ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিি নময় করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু বক্কর চৌধুরী। সাধারণ সম্পাদক রহমত উল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন আবু মনছুর, মো. মফিজ, আব্দুল মান্নান চৌধুরী, আরমান কুসুম, ওমর ফারুক মঞ্জু, মো. আতিক প্রমুখ। শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।