
মোঃ আবদুল হক, বিভাগীয় ব্যুরো প্রধান, ঢাকাঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দূর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ২০২৩ হরিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দূর্ণীতি বিরোধী জাতীয় প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।বিতর্কে বিষয় দূর্ণীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মূখ্য। উক্ত বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহরিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়াহিদ মঞ্জুর সোহাগ, সহকারী পরিচালক, দূর্ণীতি দমন কমিশন। জনাব তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর উপজেলা। মীর সুমাইয়া সারাহ্, সহকারী অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মীর আব্দুল ওয়াদুদ (সাহেব), সভাপতি, হরিরামপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। আরও উপস্থিত ছিলেন নিগর সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হরিরামপুর। জনাব কামরুল কামরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার, হরিরামপুর। মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি, অমরেশ চন্দ্র রায়, সদস্য সচিব, ফজলে রাব্বী, সদস্য, হরিরামপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে হরিরামপুর উপজেলার দিয়াবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বোয়ালী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় মারিয়াম জান্নাত (দিয়াবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়)। দূর্ণীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগীতা যাতে স্কুল-কলেজ পর্যায়ে চলমান থাকে সে বিষয়ে উপস্থিত সকলেই একমত পোষণ করেণ।