প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০১৯, ৩:৪৩ অপরাহ্ণ
রায়পুরে আল-আরাফাহ্ মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জয়নাল আবেদীন লক্ষ্মীপুর
গ্রাম বাংলার সজীব প্রকৃতি আজ বিমর্ষ বিষাদবিধুর, প্রবাহমান সমিকরণে বেদনার সুর, সবার হৃদয়ের আঙ্গিনায় গোপন বেদনা-এই শ্লোগান'কে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে দাখিল পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বামনী ইউনিয়নের আল-আরাফাহ্ দাখিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
মাদ্রাসার সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সহকারি সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবকও শিক্ষাঅনুরাগি বেলাল হোসেন ভূঁইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য মামুন মোরশেদ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মু ন্সী, বামনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুলহুদা, ইউপি সদস্য জহির হোসেন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসুপার মোস্তফা কামাল, সহকারী শিক্ষক আহাদ মাষ্টার, হারুনুর রশীদ মাষ্টার, মাওলানা মিজান, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আহম্মদ করিম,
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.