
ফটিকছড়ি প্রতিনিধিঃঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত শিক্ষা সচিব জনাব ড মাহামুদ উল হক মহোদয় ফটিকছড়ি আগমন করলে বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখার পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
এছাড়া মাননীয় সচিব মহোদয়কে ২০১৯ সালের মাদরাসার প্রকাশনা আল হিকমাহ ম্যাগাজিন ও ডায়েরি হস্তান্তর করা হয়। পাশাপাশি পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান জনাব এ কে এম সরোয়ার হোসেন স্বপন সহ গন্যমান্য ব্যক্তিবর্গের হাতে ও মাদরাসা প্রকাশনা উপহার হিসেবে প্রদান করা হয়। মাদরাসার পক্ষ হতে ক্রেস্ট ও প্রকাশনা হস্তান্তরের সময় মাদরাসার প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরি, অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহিন,ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব সলিম উল্লাহ,সহ সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক ও ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব এস এম মুস্তফা আমিন মানিক,সহকারি শিক্ষক মোজাম্মেল হোসাইন পাটোয়ারি,জাকির হোসাইন,ইসমাইল হোসেন,আব্দুল গনি ও ফজলুল করিম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।