ডেক্স রিপোর্টঃ
ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গ্রোপ্তারকৃত দুই চিকিৎসকের মুক্তির দাবিতে প্রাইভেট চেম্বারে সেবা এবং প্রাইভেট অস্ত্রপচার বন্ধের ঘোষণা দিয়েছিল ওজিএসবি (অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ)। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে চিকিৎসকদের অন্যান্য সংগঠন। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। আজ মঙ্গলবার সহ সারাদেশে দুইদিনের কর্মবিরতি সন্ধায় শেষ হবে। তবে জরুরি সেবা ও ইনডোরে ভর্তি কার্যক্রম অব্যাহত ছিলো।
চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও সার্জারি বন্ধের কর্মসূচিতে রোগীর ভোগান্তি প্রসঙ্গে আজ এক অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, এটা মানবিক না। চিকিৎসকের মানবিক হওয়া খুব জরুরি। তাদের বোঝা উচিত, যে কাজটি করছেন সেটি সঠিক হচ্ছে কিনা। রোগী জিম্মি করা, এটা তো কোনও বিষয়ের মধ্যে পড়ে না। রোগী ক্ষতিগ্রস্থ হবে কেন? সংগঠন গুলোর পক্ষ থেকে জানানো হয় দুইদিনের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধায় শেষ হবে।