
মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে ৫,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
গোপন সংবাদে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে
৩আগস্ট ২০২৩ সকাল সাড়ে ১০টায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক ব্যবসায়ী ধৃত হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে *সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি স্মার্ট ও ০১টি বাটন মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ড উদ্ধার* করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয় ১। মোঃ নাছির উদ্দিন (২৫)*, পিতা-বক্তার আলম, মাতা-রাবেয়া বেগম, সাং-উনচিপ্রাং, ০৩নং ওয়ার্ড এবং *২। হামিদ হোসেন (৩৭)*, পিতা-আব্দুল মালেক, মাতা-মমতাজ বেগম, সাং-নয়া পাড়া, ৫নং ওয়ার্ড, সর্ব-ইউনিয়ন-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ সদর’সহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,অধিনায়ক পক্ষে
মোঃ আবু সালাম চৌধুরী,অতিঃ পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।