
মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া এলাকায় রাস্তার উপর অবস্থানকালে অবৈধ মাদকদ্রব্য (২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট) উদ্ধার।
১১জুলাই,রাত ১১.৪৫ টায় পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া
এলাকা হতে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ড্রাইভার মোঃ খোরশেদুল আলম(৩৯)’কে আটক করে।
আটক আসামী মোঃ খোরশেদুল আলম,পিতা-মৃত দুদু মিয়া, রাজা পালাং, পাতা বাড়ি গ্রামের, ৯নং ওয়ার্ড,উখিয়া থানার কক্সবাজারের বাসিন্দা।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,স্থানীয় ০১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর অবস্থানকালে এ-সময় ০১টি নেবি-ব্লু রং এর বোলারু পিআপ গাড়ি, যাহার রেজি নং-চট্ট মেট্টে-ন-১১-৮৪৩৯ তল্লাশি করিয়া ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট,(২) ০১টি নেবি-ব্লু রং এর বোলারু পিআপ গাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও আটককৃত আসামীর বিরুদ্ধে (মামলা/জিডি) গৃহীত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তথ্য নিশ্চিত করেছেন,আনোয়ার হোসেন,অফিসার ইনচার্জ,চন্দনাইশ থানা।