প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০১৯, ৩:০১ অপরাহ্ণ
ভূয়া নামজারিতে ফেঁসে গেলেন রাঙ্গুনিয়ার কানুনগোসহ ৯ দালাল

শ্র্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
ক্ষমতার অপব্যাবহার করে ভূয়া দলিলের মাধ্যমে নামজারি করার অভিযোগে দুদকের মামলায় ফেঁসে গেলেন রাঙ্গুনিয়া ভূমি অফিসের কানুনগোসহ ৯ জন ব্যাক্তি !বৃহস্পতিবার মামলা করার অনুমোদন করেন দুদকের উপ পরিচালক (জনসংযোগ ) প্রনব কুমার ভট্টাচার্য্য !তিনি জানান সংস্থার উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দীন শিগগিরই মামলাটি দায়ের করবেন !মামলায় যাদের আসামী করা হলো তারা হলেন রাঙ্গুনিয়া ভূমি অফিসের কানুনগো মংনি মার্মা !একই অফিসের সাবেক কানুনগো (বর্তমানে ফেনী ভূমি অফিসের কানুনগো )দীনেশ কান্তি চাকমা !রাঙ্গুনিয়া সাব রেজিস্টার অফিসের দলিল লেখক কাজী আতাউর রহমান !রাঙ্গুনিয়া ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (বর্তমানে কর্নফুলী ইউনিয়নে কর্মরত)আবু বক্কর ইবনে কাশেম ও সুমন চৌধুরী !ঘাগড়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃআকরাম হোসেন !রাঙ্গুনিয়া সাব রেজিস্টার অফিসের নকলনবিশ বটন দাশ ও সৈয়দুল আলম !
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.