মোঃ খোরশেদ আলম
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চৌদ্দগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবশ্যই পরিদর্শন করবো। স্বাস্থ্য সেবার উন্নতি করার জন্য ইতোমধ্যে চৌদ্দগ্রামে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়েছে। দুর্নীতিবাজ, ঘুষ খোর, আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে আমার কোন সম্পর্ক রাখব না। ২০ জানুয়ারি (শনিবার )সকালে ১০টার সময় চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আকারে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
কামাল আবদুল নাসের বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছেও আরো হবে। আমাদের চৌদ্দগ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমারা সংসদ সদস্য মুজিবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে এক সাথে কাজ করে যাবো।
পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মেজর জেনারেল (অব.) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন এবং চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন। পরে নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ পূর্বক তার মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমানের মাজার জিয়ারত করেন তিনি।