নিজস্ব প্রতিনিধিঃ
শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সারাদেশে। আজ ২৯ জানুয়ারী ২০২৪ইং সোমবার বিকালে ভিক্টোরিয়া পার্কে United Nature International Peace Bangladesh Branch পক্ষ হতে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়, অসহায়দের মাঝে। অ্যাম্বাসেডর ডক্টর রাজু সাহা র নেতৃত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অ্যাম্বাসেডর ডক্টর রাজু সাহা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক অ্যাডভোকেট জানাবি আদিত্য, অ্যাডভোকেট মৃণাল কান্তি বড়াই, কাজী নাসির উদ্দিন, আবির চন্দ্র দাস, আরিফিন হাসান চৌধুরী, সুশান্ত চন্দ্র সরকার, মো জয়নুল আবেদিন, জাকির হোসেন, মো মোয়াজ্জেম হোসেন পলাশ, মো রমজান আলী, মো কামাল, জামিল হোসেন, মো সাদেক হোসেন, আল-আমিন ফাহিম, ,মিঠুন মজুমদার, সুশান্ত বাড়াই, মো আদিবুল ইসলাম প্রমুখ।