কাজীর দীঘির পাড় আলীম মাদ্রাসায় দোয়াও ছবক অনুষ্ঠান সম্পুর্ণ

নিজস্ব প্রতিবেদক

 

জয়নাল আবেদীন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭জানুয়ারি) দুপুর ১২টা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হামছাদী কাজীর দীঘির পাড় আলীম মাদ্রাসার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বালাগাত উল্লাহর সভাপতিত্বে সহকারি সুপার হাসান বসরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী, রায়পুর কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা মো: নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মাষ্টার তবু তাহের চৌধুরী, আল-আরাফাহ্ দাখিল মাদ্রাসার সুপার মো: আলমগীর হোসেন, আল-আরাফাহ্ দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ, সামাজ সেবক মোরশেদ চৌধুরী, কাজীর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক মোবারক হোসেন।আরো উপস্থিত ছিলেন এই স্বনামধন্য আলীম মাদ্রাসার শিক্ষক মনজুর কবির (বিএসসি), মো: শরিফ হোসেন মাষ্টার, রাকিব হোসেন মাষ্টার, মাওলানা সুলতান হুজুর, মো: জাহেদ মাষ্টার প্রমূখ।ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ি, অভিভাবক, শিক্ষক সহ অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথি ও বিদায়ী ছাএ/ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের অায়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত