
মোঃ খোরশেদ আলম
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মো. বশর প্রকাশ বছির (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করে।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এস আই মেহেদী হাসান নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়নের নান করা এলাকার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাশে নান করা রাস্তার মাথা হতে ২৫ কেজি গাঁজাসহ কনকাপৈত ইউনিয়ন মাসকরা গ্রামের মৃত আবু রশিদের ছেলে মাদক কারবারি মো. বশর প্রকাশ বছিরকে আটক করে।
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।