চকোরিয়া উপজেলার হারবাং চিতারবিল এলাকায় কৃষি জমিতে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক

 

শফিউল করিম সবুজ। কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমনে মো: বেলাল উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ।

নিহত ব্যক্তির নাম মোঃ বেলাল উদ্দীন তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮ নং ওয়ার্ড ভান্ডারীর ডেবা এলাকার মৃত জবর মুলুক ফকিরের ছেলে। এসময় কামাল (৫০) নামের আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা কে জানান , গয়ালমারা চিতারবিল কৃষি জমির পাশে পাহাড়ের জঙ্গলে অবস্থান করছিল হাতি। পরে দুপুর ১টার দিকে হাতিটি চিতারবিলে ধানক্ষেতে নেমে আসে। এ সময় ফসল রক্ষায় লাঠি নিয়ে ধাওয়া করে কৃষক বেলাল উদ্দিন নিজের ফসল রক্ষা করতে হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মেরে ফেলে। পরে লোকজন ধাওয়া দিলে হাতি সরে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন মৃত অবস্থায় কৃষক বেলাল উদ্দিনকে উদ্ধার করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত