ডাকাতি মামলার প্রধান আসামীসহ ০৬ জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামাল মিয়াঃ

হবিগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় লাখাই থানা পুলিশ অদ্য ২৮/০৩/২০২৪ খ্রিঃ লাখাই থানার মামলা নং-১৪, তারিখ-২৮/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর এজাহারনামীয় ০১ নং আসামী আব্বাছ মিয়া(২৫), পিতা-মৃত মস্তু মিয়া ,স্থায়ী: গ্রাম- ধল, উপজেলা/থানা- হবিগঞ্জ সদর, জেলা –হবিগঞ্জকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত আসামী ডাকাতির দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এছাড়াও লাখাই থানাধীন ০১ নং লাখাই ইউ/পির অন্তর্গত শিবপুর সাকিনে অভিযান পরিচালনা করে লাখাই থানার মামলা নং-১৩, তারিখ-২৫/০৩/২০২৪খ্রিঃ, ধারা-১৪৭/১৪৮/৪৪৭/৩২৩/৩২৪ /৩২৫/৩২৬/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। হোসেন মিয়া (২৪), পিতা- শহীদ মিয়া, ২। সালাউদ্দিন (৪০), পিতা-মৃত-সরাজ মিয়া, ৩। মফিজ মিয়া (৩৪), পিতা-মৃত- সরাজ মিয়া, ৪। রইচ মিয়া (৩২),পিতা-মৃত-সরাজ মিয়া, সর্বসাং- শিবপুর, ৫। জালাল মিয়া (৪৮), পিতা- মৃত সফি মিয়া থানা-লাখাই, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত