
শফিউল করিম সবুজ : কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ৪ চিনতাইকারী মোহাম্মদ শহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে সিএনজিতে উঠিয়ে ছুরিকাঘাত ও গুরুতর আহত করে ২ টি দামী মোবাইল ও নগদ টাকা চিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর এলাকাকার মৃত আবদুলের ছেলে বলে জানা গেছে। তাকে স্হানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মী নুর মোহাম্মদ মানিক জানান ঘটনার রাত সাড়ে ১১ টার দিকে বার আউলিয়া নগর নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম বানিয়ারছড়ায় দোকানে থাকা বড় ভাই তৌহিদুল ইসলামের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে প্রধান সড়ক থেকে সিএনজিতে ওঠেন। এ সময় সিএনজিতে পেসিন্জার সেজে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪ জন ছিনতাই কারী তাকে গাড়ীতে উপর্যুপরি চুরির আঘাতে মারাত্মক আহত করে তাহার কাছে থাকা ২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ইসলাম নগর ডলমপীর শাহ (রহ:) মাজারের সামনে প্রধান সড়কে তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে চিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয় জনগণ শহিদুলকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাহাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
আসন্ন রমজানের ঈদ কে সামনে রেখে চকরিয়ায় চুরি, ছিনতাই খুন খারাবী, কুপাকুপি আশংকা জনকহারে বেড় গিয়েছে। অপরাধী চক্র ও কিশোরগ্যাং অপতৎপরতা ও দৌরাত্বে চকরিয়ার জনপদ ভীতসন্ত্রস্ত। আইন শৃংখলার চরম অবনতিতে জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী । ####