হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবার নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক বাছির মিয়ার ভাঙ্গারী দোকানের সামনে ৫/৬ জন লোক চোরাই মালামাল বিক্রি করার উদ্দেশ্যে পিকআপ গাড়ীতে লোড করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০৩/২০২৪ ইং তারিখ ২৩:৩০ ঘটিকার সময় ১। মোঃ বাছির মিয়া (৩৪), পিতা- মোঃ রহজ মিয়া, সাং- বানেশ্বর, ০৮নং বুল্লা ইউপি, ২। মোঃ বোরহান উদ্দিন (গাড়ী চালক) (২৮) পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- জোয়ালভাঙ্গা, ০৫নং আন্দিউড়া ইউপি, উভয় থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদ্বয়কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে (ক) ছোট বড় ০৭ সুতী লোহার রড ১৭ পিস, যাহার মূল্য অনুমান ১২,০০০/-টাকা, (খ) ছোট আকৃতির লোহার রড ০৩ সুতী ৬৫ পিস, যাহার মূল্য অনুমান ২,০০০/-টাকা, (গ) টিউবয়েলের পুরাতন মাথা ০৫টি মূল্য অনুমান ১০,০০০/-টাকা, (ঘ) ছোট বড় ০৩ ইঞ্জি লোহার পাইপ ৭৫ পিস, মূল্য অনুমান ২৫,০০০/-টাকা, (ঙ) ড্রেজার মেশিনের একটি পুরাত ইঞ্জিন ০১টি, মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, (চ) লোহার তৈরী ড্রেজার মেশিনের পাম্প ০১টি, যাহার মূল্য অনুমান ৪,০০০/-টাকা, (ছ) একটি পুরাতন ব্যাটারী মূল্য অনুমান ৭,০০০/-টাকা সহ সর্বমোট মূল্য ৭৫,০০০/-টাকা এবং একটি কালো রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজি নং- ঢাকা-মেট্রো-ন-১২-১৪৮০, চেসিস নং-ঘঅ১৫২৪০০৪ঘঝজঙ১৫৭২, ইঞ্জিন নং- ৪৯৭ঝচঞঈ২৯অঢঢ৬০০৬৬৯ যাহার মূল্য অনুমান ৮,০০,০০০/-টাকা আসামীদ্বয়সহ চোরাই মাল ভর্তি একটি পিকআপ গাড়ী আটক করে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০২ জন আসামী ও পলাতক আসামী ২। আলমগীর মিয়া (৪৫), পিতা- মোঃ জলফু মিয়া, ৩। মোঃ জালাল মিয়া (৪০), ৪। মোঃ জামিল মিয়া (২৮), উভয় পিতা- মৃত মহিউদ্দিন, ৫। মোঃ সুন্দর আলী (৫০), পিতা- মোঃ সুরত আলী, সর্বসাং- বানেশ্বর, ০৮নং বুল্লা ইউপি, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদের বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২৪ইং, ধারা-৪১৩/১০৯/৩৪ পেনাল কোড এর রুজু হয়।