লুন্ঠিত মালামাল উদ্ধার ও ছিনতাইকারী আটক ০২ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা  নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ৯নং নোয়াপাড়া ইউপির রতনপুর সাকিনস্থ ডাক্তার বাড়ি গেইট রাস্তা উপর হতে ০৫/০৪/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ১। মোঃ হৃদয় (২৩), পিতা-মোঃ বাছির, মাতা-মনোয়ারা বেগম, সাং-শাহপুর, ৯নং নোয়াপাড়া ইউপি, ২। মোঃ উজ্জ্বল মিয়া (২০), পিতা-মৃত সফিক মিয়া, মাতা-হেলেনা বেগম, সাং-এক্তিয়ারপুর, ১০নং ছাতিয়াইন ইউপি, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের হেফাজত হতে আসামী মোঃ হৃদয় (২৩) এর পরিহিত জিন্স প্যান্টের ডাক পকেট হতে (ক) একটি সুইচ গিয়ার (চাকু) যা খোলা ও বন্ধ করা যায়, যার লম্বা অনুমান ১০ (দশ) ইঞ্চি ও বন্ধ করলে ০৬ (ছয়) ইঞ্চি হয়। স্টেইনলেস স্টিল, সামান্য কিছু কাঠযুক্ত, ২নং আসামী মোঃ উজ্জ্বল মিয়া এর পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে লুণ্ঠিত নগদ ১০০০+৫০০=১,৫০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০২ জন আসামী ও পলাতক ০২ জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-১১,তারিখ-০৫/০৪/২০২৪খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ রুজু হয় রুজু হয়। এছাড়াও চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক * সাজাপ্রাপ্ত (জিআর) ০২ জন * সাজাপ্রাপ্ত (সিআর) ০১ জন** পরোয়ানাভূক্ত (সিআর)০৩ জন** নিয়মিত মামলার ০৬ জন আসামীসহ মোট-১২ জন আসামী গ্রেফতার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত