
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন ০২ নং আহম্মদাবাদ ইউনিয়ন এর অন্তর্গত ছয়শ্রী সাকিন হতে অদ্য ০৭/০৪/২৪ খ্রিঃ তারিখ ১৬:১৫ ঘটিকায় আলী আমজাদ খান (৪০), পিতা – মৃত নমির হোসেন, সাং- ছয়শ্রী ,,থানা- চুনারুঘাট ,জেলা- হবিগঞ্জ কে ১০ কেজি গাঁজা সহ আটক করে।