হবিগঞ্জ পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা এবং হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার সুপার এর সহধর্মিণী ডা: জান্নাতুল নাঈমা হক এর উদ্যোগে পুলিশ সুপার বাসভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে নিরাপত্তা নিশ্চিতকারি পুলিশ সদস্য ও জেলার অন্যান্য দপ্তরে কর্মকর্তাদের সৌজন্যে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্ব পালন ও কর্মব্যস্ততার কারনে পরিবার পরিজনের সাথে ঈদ করতে না পারা পুলিশ কর্মকর্তা ও জেলার অন্যান্য দপ্তরে কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজে স্বপরিবারে অংশগ্রহণ করেন মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, টেলিকম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, মুহাম্মদ খালেদ-উজ-জামান, পুলিশ সুপার, পিবিআই, সিলেট।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার আক্তার হোসেন ও হবিগঞ্জ পুনাক সভানেত্রী ডা: জান্নাতুল নাঈমা হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত পূর্ণমিলণী অনুষ্ঠানে অংশগ্রহণকৃত সকল অফিসার ও তাদের পরিবারবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জেলার অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও অন্যান্য পুলিশ সদস্য গণ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত