
কামাল মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অন্যান্য জেলার মতো হবিগঞ্জ জেলায় ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা, মোছাঃ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক, হবিগঞ্জ। এছাড়াও উক্ত শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত নাগরিকবৃন্দ, সাংবাদিকগণ ও প্রাণ প্রিয় ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
সকাল ১০:৩০ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
তাছাড়াও খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে “আমরা শিশু জ্বালাবো আলো, দূর করবো আধাঁর কালো” এই শ্লোগানকে সামনে রেখে গৌরবের ৪৩ বছরের বর্ষবরণ উৎসব পালন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা।
এছাড়াও অনুষ্ঠানে মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ উপস্থিত ছিলেন।