হবিগঞ্জ জেলার প্রতিনিধিঃ
পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারনা রোধকল্পে পরিচালিত অভিযানের অংশ হিসাবে ডিবি, হবিগঞ্জ এর একটি চৌকস টিম দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকবল নিয়োগের ভুঁয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ০১ টি প্রতারক চক্র চাকরি প্রত্যাশিদের নিকট হইতে বিভিন্ন পরিমাণ টাকা বিকাশ ও নগদ একাউন্ট এর মাধ্যমে আত্মসাৎ করে আসছে। বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হলে প্রতারক চক্রটিকে গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দিকনির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় প্রতারক চক্রকে সনাক্তপূর্বক মৌলভীবাজার জেলাধীন রাজনগর থানার অর্ন্তগত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ফায়ার ফাইটার রামপ্রসাধ চন্দকে গত ২১/০৪/২০২৪খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২০.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত প্রতারক মাননীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এর কার্যালয়ের লোকবল নিয়োগের বিষয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুঁয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশিদের নিকট হতে বিভিন্ন পরিমাণ অর্থ বিকাশ এবং নগদ একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করে।
এছাড়াও হবিগঞ্জ সদর মডেল থানায় ডাকাত শহীদ যার বিরুদ্ধে অস্ত্র মামলায় ওয়ারেন্ট সহ মোট ০৬ টি ওয়ারেন্ট এবং তার স্ত্রীসহ আরো ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।
নবীগঞ্জ থানায় ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার। বাহুবল থানায় ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার। বানিয়াচং থানায় ০১ জন সাজা ওয়ারেন্টভুক্ত আসামী ও চুরি মামলায় ০১ জন গ্রেফতার। মাধবপুর থানায় ০২ কেজি গাঁজাসহ ০২ জন আসামী এবং ০২ টি ওয়ারেন্ট তামিল ও ০১ টি চোরাই গরুসহ চোর আটক। চুনারুঘাট থানায় ০৫ কেজি গাঁজাসহ ০২ জন আসামী গ্রেফতার।