হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মালিক শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১লা মে ২০২৪ তারিখ হবিগঞ্জ জেলায় পালিত হয় মে দিবস-২০২৪ । উক্ত দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব জিলুফা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন আলেয়া আক্তার, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, মোঃ নুরুল হক, সিভিল সার্জন, হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আতাউর রহমান সেলিম, মেয়র, সদর পৌরসভা, হবিগঞ্জসহ জেলা শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দগণ।