কাপ্তাই প্রতিনিধিঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে কাপ্তাই থানা পুলিশের আয়োজনে বুধবার নানা শ্লোগান সংবর্লিত ব্যানার, পোস্টার সহকারে বনাঢ়্য র্যালি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। "'পুলিশই জনতা, জনতাই পুলিশ''. "জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও মাদককে না বলুন"; "ট্রাফিক আইন মেনে চলুন"; পুলিশকে হ্যাঁ বলুন ইত্যাদি স্লোগানে প্ল্যাকাট নিয়ে পুলিশ সদস্য, স্কুলের শিক্ষক সহ সর্বস্বরের জনগণ এই র্যালিতে অংশ নেন। উপজেলা সদর হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারোও উপজেলা সদরে এসে শেষ হয়। ওয়াগ্গা ১৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী , কর্নফুলি সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মার্মা, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংঙ্গগ্যা , কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক নুর হোসেন মামুন সহ র্যালিতে পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।